সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে দারুল হেরা মাদ্রাসায় প্রত্যয় ম্যাগাজিনের আত্মপ্রকাশ

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি  :

দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মঙ্গলপুর এর ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থী ও মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক প্রকাশিত 'প্রত্যয় ম্যাগাজিন 'এর আত্মপ্রকাশ   হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় দারুল হেরা জামেয়ার হলরুমে মাওলানা নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন ।



সিনিয়র শিক্ষক মাস্টার কামাল উদ্দিনের উপস্থাপনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালি মহিষাটি দাখিল মাদ্রাসা,সদর,নেত্রকোনা এর সহসুপার মাওলানা মনসুর আল মুবিন।




আফজাল শাহরিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হলে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা জাফর আহমদ, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম মোশাররফ, উপস্থিত ছিলেন মাওলানা তফজ্জুল ইসলাম, রিয়াদুল হক মাহফুজ, মাওলানা নুর আলম প্রমুখ। 

দোয়ারাবাজারে দারুল হেরা মাদ্রাসায় প্রত্যয় ম্যাগাজিনের আত্মপ্রকাশ Reviewed by প্রান্তিক জনপদ on 3/18/2025 03:14:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.